Day
Night
ভাগ্য পরিবর্তনের ক্ষমতা শুধু আল্লাহর
ইরশাদ হয়েছে, ‘বলুন! তোমরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো তাদের ডাকো; তখন দেখবে তোমাদের দুঃখ-দৈন্য দূর করার এবং অবস্থা পরিবর্তন করার ক্ষমতা তাদের নেই।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৫৬)
আল্লাহ মানুষকে পরিবেষ্টন করে আছেন
ইরশাদ হয়েছে, ‘স্মরণ করুন! যখন আমি আপনাকে বলেছিলাম, নিশ্চয়ই আপনার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করে আছেন।…’
(সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৬০)
শয়তানের অনুসারীদের ঠিকানা জাহান্নাম
ইরশাদ হয়েছে, ‘আল্লাহ বলেন, যাও তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে। জাহান্নামই তোমাদের সবার শাস্তি—পূর্ণ শাস্তি।’
(সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৬৩)
মানুষের ওপর মানুষের চূড়ান্ত কর্তৃত্ব নেই
ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই। কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট।’
(সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৬৫)
সাগরে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো
ইরশাদ হয়েছে, ‘তোমাদের প্রতিপালক তিনিই, যিনি তোমাদের জন্য সাগরে নৌযান পরিচালিত করেন, যেন তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো।…’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৬৬)
সূত্র: কালের কন্ঠ।