Day
Night
চলচ্চিত্রে যেমন হয়। ঘটনা এগোতে থাকে চূড়ান্ত পরিণতির দিকে। আর মাঝেমধ্যে থাকে চমক। পদ্মা সেতুর প্রতি মানুষের আগ্রহও অনেকটা তেমনই। অন্তত গুগলে পদ্মা সেতু নিয়ে তথ্য খোঁজার ধারা দেখে তা-ই মনে হবে।
পদ্মা সেতুর সর্বশেষ স্টিলের কাঠামো বা স্প্যান বসেছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে। সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো হয় সেই ৪১তম স্প্যান। গুগল ট্রেন্ডসেও ব্যাপারটি স্পষ্ট হয়েছে।

গত এক বছরের মধ্যে আজ গুগলে পদ্মা সেতু নিয়ে সবচেয়ে বেশি তথ্য খুঁজছে মানুষ। অবশ্য তিন সপ্তাহ ধরেই এ ব্যাপারে মানুষের বাড়তি আগ্রহও সেখানে পরিষ্কার হয়েছে।
আর যখন নতুন কোনো স্প্যান বসেছে, সংবাদমাধ্যমে খবর হয়েছে, তখনো গুগলে মানুষের আগ্রহ বেড়েছে এ বিষয়ে।

গত এক বছরে পদ্মা সেতু নিয়ে গুগলে সবচেয়ে বেশি তথ্য খোঁজা হয় বরিশাল বিভাগ থেকে। এরপর যথাক্রমে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, সিলেট এবং রংপুর বিভাগ।

পদ্মা সেতুর দৈর্ঘ্য, হালনাগাদ তথ্য এবং নির্মিতব্য রেলপথের খোঁজখবর বেশি করেছে মানুষ।
এ বছর গুগল ট্রেন্ডসের ‘ইয়ার ইন সার্চ ২০২০’ প্রতিবেদনে বাংলাদেশ রাখা হয়নি বলে গুগলের পক্ষ থেকে একটু থামুনকে জানানো হয়েছে। সে কারণেই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজা বিষয়গুলোর মধ্যে পদ্মা সেতু আছে কি না, তা জানা সম্ভব হয়নি।
সূত্রঃ প্রথম আলো ।