Day
Night
১৪৪১ হিজরীর শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আজ শনিবার মাগরিবের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মুহা. নূরুল ইসলাম।
সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে সভায় জানানো হয়। ২৪ মে রবিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার (২৫ মে) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্য এবং আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সৌদিআরবসহ মধ্যপ্রাচের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা দেয়ায় আগামীকাল সেসব দেশে ঈদউৎসবের আয়োজন চলছে।