Day
Night
করোনার তাণ্ডবে অস্থিরতার মধ্যেই কেটে গেল দুই হাজার বিশ সাল। শরীর শিউরে ওঠা খবর শুনতে শুনতে ভয়ের রাজ্যে ঢুকে গেছে মন। ক্ষুদ্র একটি ভাইরাসের কাছে অসহায় পুরো পৃথিবী।
একে অপরের কষ্টে হাত হাত রেখে, পায়ে পা মিলিয়ে সহযোগিতা করা, ভালোবেসে জড়িয়ে ধরার নেই উপায়। হাহাকার আর বীভৎসতার মধ্যে কেটেছে, কাটছে দিন; বিশেষ করে যারা হারাচ্ছে স্বজন। ভাইরাসের ভয়ে অনেকের অতি রূঢ় আচরণের পাশাপাশি হিংসা, স্বার্থপরতার প্রকাশ দেখা গেছে।
করোনা ভীতির পুরো সময়টায় অসাধু ব্যবসায়ী ও প্রতারকদের কারসাজিতে জনজীবন বিপর্যস্ত হয়েছে বার বার।
সৃষ্টিকর্তার দয়া আর বিজ্ঞানের দিকে যখন তাকিয়ে ছিল পৃথিবীর মানুষ, এ অবস্থায় ভ্যাকসিনের সুখবর দিয়েছে বিজ্ঞান। সৃষ্টিকর্তার রহমতে, বিজ্ঞানের সহায়তায় বিলুপ্ত হয়ে যাক করোনা ভীতি। কুরুচিপূর্ণ মানুষের মনে জাগ্রত হোক বিবেকবোধ। প্রতিটি পর্যায়ে সুস্থতা পাক পৃথিবী, দেশ ও সমাজ। সূত্র: যুগান্তর।