Day
Night
আমার বয়স তখন আর কতই বা হবে! ৫ কি ৬ বছর। আমাদের মূল বাড়ি কুষ্টিয়ায়। আমি আর মা সেখানেই থাকতাম, আর চাকরি সূত্রে টেকেরহাটে থাকতো আব্বু। একবার বেড়ানোর জন্য ফাইনাল পরীক্ষার পর আমি আর মা এলাম টেকেরহাট। ১০ দিনের জন্য বেড়াতে এসে শেষ পর্যন্ত থেকেই গেলাম টেকেরহাট। ভর্তি হলাম এখানকার স্কুলে। একদিন স্কুলের এক বন্ধু বলল, শিউলি ফুল গাছের শিকড় খেলে গায়ে শক্তি হয়!
এদিকে আমিও ছিলাম খুব লিকপিকে। ঠেলা না দিতেই পড়ে যেতাম। ভাবলাম আমার পড়ে যাওয়া নিয়ে সবাই হাসি-ঠাট্টা করে! এবার আমি শিউলি গাছের শিকড় খেয়ে শক্তিশালী হব। অবশেষে একদিন শিকড় জোগাড় করে চিবিয়ে খেলাম। তারপর কেটে গেল সপ্তাহ, মাস, বছর। আমি তো অবাক, আমার শক্তি হচ্ছে না কেন? মাকে বলতেই খেলাম ধমক আর মৃদু পিটুনি। ভাবলাম এবার আমি নিজের টাকায় ফল কিনে খেয়ে শক্তিশালী হব।
আমার টাকা রাখার প্লাস্টিকের ব্যাংক থেকে খাতা সেলাই করার ভোমর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করলাম একটা ৫ টাকার কয়েন। উদ্দেশ্য টাকার গাছ লাগাবো! সেই গাছে টাকা ধরবে আর সেই টাকা দিয়ে ফল কিনে খেয়ে শক্তিশালী হব। মাটি খুড়ে ৫ টাকার কয়েন লাগালাম। তারপর ভাবলাম ৫ টাকার গাছে আর কতইবা টাকা ফলবে। তাই ৫ টাকা তুলে লাগালাম ৫০ টাকার নোট।
তারপর দিন যায় রাত যায় কিন্তু গাছ তো হয় না! তারপর একদিন মাটি খুঁড়ে দেখি একটা ছোট কাগজের টুকরা, যাতে ৫০-এর ৫-এর কিছু অংশ আর একটা ০ দেখা যাচ্ছে! এ ঘটনায় মিটে গেল আমার টাকার গাছ লাগানোর শখ। ভাবলাম যদি ওই ৫০ টাকা দিয়ে ফল কিনে খেতাম তাও কিছু শক্তি পেতাম গায়ে! সূত্রঃ যুগান্তর।