Day
Night
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে-১৬৬৩৮টি। এতে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন-৪৪ জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী।
দেশে করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন -৮৪৩৭৯ জন। মোট মৃত্যুবরন করেছেন- ১১৩৯জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন- ৫৭৮জন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন- ১৭৮২৭জন ।
শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
ওয়ার্ল্ডোমেটার কোভিট-১৯এর তালিকায় ২১৫টি আক্রান্ত দেশের তালিকার মধ্যে বাংলাদেশের অবস্থান একধাপ এগিয়ে-১৮তম। তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা, ২য় ব্রাজিল, ৩য় রাশিয়া, ৪র্থ ভারত ও ৫ম যুক্তরাজ্য ,পাকিস্তানের অবস্থান-১৫ তম ও সৌদিআরবের অবস্থান- ১৬তম ।