Day
Night
বোবা ছেলেটি কথা বললো ঃ হযরত মামার ইবনে আতিয়া তার শিক্ষক থেকে বর্ণনা করেন- একদিন একজন স্ত্রীলোক তার বোবা ছেলেকে নিয়ে মুহাম্মদ (সঃ) এর দরবারে হাজির হয়ে বললেন আমার এ সন্তান জন্মের পর থেকে কথা বলছেন না। মহিলার কথা শুনে নবী করীম (সঃ) ছেলেকে লক্ষ করে বললেনঃ বলতো আমি কে? ছেলেটি বললোঃ আপনি আল্লাহর রাসূল।
অন্ধ লোক তার দৃষ্টি শক্তি ফিরে পেল ঃ হযরত ফাদিক ইবনে আমার আস সালমানি (রাঃ) এর উভয় চোখে সাদা ছানি পড়ে ক্রমশ অন্ধত্বের দিকে ধাবিত হচ্ছিলেন। মুহাম্মদ (সঃ) তার দুই চোখে দম করলে সাথে সাথে তিনি দৃষ্টি শক্তি ফিরে পান। আর হুযুর (সঃ) এর দমের বরকতে তার দৃষ্টি শক্তি এত প্রখর হয়েছিল যে, আশি বছর বয়স পর্যন্ত তিনি সূঁচের ছিদ্রে সুতা প্রবেশ করাতে পারতেন।
আমাদের সাথে যুক্ত হতে ডাউনলোড করুন আমাদের হক কথা এ্যাপ:App Link- http://bit.ly/app_haquekotha