Day
Night
বাংলাদেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্তের শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়াল। এ নিয়ে সারা দুনিয়াতে লাখের বেশি আক্রান্ত রোগী রয়েছে এমন দেশের সংখ্যা হলো ১৮। গত বছরের শেষের দিকে চীনের উহানে নতুন ধরনের একটি ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড ১৯ নামের এই ভাইরাসটির সংক্রমণকে বিশ্ব মহামারি হিসেবে ঘোষণা করে।
চীন থেকে ছড়ানো চীনের দুই প্রতিবেশী দেশে কোভিড মোকাবিলায় দুর্দান্ত সাফল্যের পরিচয় দিয়েছে। এর একটি ভিয়েতনাম। দেশটির সঙ্গে চীনের সীমান্ত রয়েছে। গত ২৩ জানুয়ারি দেশটিতে প্রথম কোভিড রোগীর শনাক্ত হয়। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা মাত্র ৩৬৫ জন। দেশটিতে কোভিড ১৯ এ একজনেরও মৃত্যু হয়নি। সূত্রঃ প্রথম আলো।