Day
Night
প্রশ্নঃ সাক্ষাৎ ও বিদায়ী অভিবাদনের ক্ষেত্রে বাইবাই, টাটা, গুড মর্নিং, গুড নাইট, গুড আফটার নুন বা খোদা হাফেজ বলা যাবে কি?
উত্তরঃ প্রত্যেক জাতির সাক্ষাৎ ও বিদায়ী অভিবাদনের পৃথক পৃথক শব্দ রয়েছে।
ইসলামে এর শব্দ হলো সালাম যা প্রশান্তি ও বরকত বয়ে আনে। তাই তো হাদিসে ধনী-গরীব, সাদা-কালো ও ছোট-বড় সবাইকে সালামের প্রচার-প্রসার করতে তাগিদ দেয়া হয়েছে। আর বাইবাই, টাটা, গুড মর্নিং, গুড নাইট, গুড আফটার নুন হচ্ছে বিজাতীয় কালচার। তাই কোন সাচ্চা মুমিনের জন্য এ ধরণের শব্দ ব্যবহার আদৌ সমীচীন নয়। যথা শীঘ্র এ কালচার পরিহার করে সালামের ব্যপক প্রচার-প্রসার ঘটানো একান্ত কর্তব্য। হাদিস শরিফে এসেছে, যে ব্যক্তি কোন জাতির নিতিমালা বা সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। বিদায়ের সময় সালামের পরিবর্তে খোদা হাফেজ বলার যে প্রথা রয়েছে তাওঠিক নয়। এমনকি সালামের সঙ্গে সংযোজন করলেও ঠিক হবে না। অবশ্য কেউ সালাম বা খোদা হাফেজ বা অন্য কোন দোয়া পৃথকভাবে করলে তার অবকাশ আছে। তবে খেয়াল রাখতে হবে সালাম যেন সাক্ষাতের শুরুতে এবং বিদায়ের শেষ মুহুর্তে হয়।
সূত্র: বুখারী শরীফ: ১/৯, মুসলিম শরীফ:২/২১৩, কিতাবুল ফাতাওয়া:৬/১২৫।