Day
Night
হক কথাঃ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের কিছু মানুষ মহামারী করোনা ঠেকাতে ‘করোনা দেবী’র পূজা শুরু করেছে। তাদের বিশ্বাস- করোনা যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দেবীকে তুষ্ট করতে পারলে এই রোগ ভয়ে পালাবে।
উত্তর দিনাজপুরের রাজগঞ্জের নারীরা রীতিমতো ভক্তিশ্রদ্ধার সঙ্গে গঙ্গাস্নান সেরে করোনা মায়ের উপাসনা করে ৯টি লাড্ডু, ৯টি ফুল, ৯টি লবঙ্গ, ৯টি ধূপকাঠি ধরিয়ে নদীর পাশে গঙ্গার মাটিতে পুঁতে দেন।
স্থানীয় একটি পরিবার দাবি করে তারা স্বপ্নে কোভিড-১৯ প্রতিরোধের ওষুধ পেয়েছে। সে ওষুধ নেওয়ার জন্যে সে বাড়িতে সামাজিক দূরত্ব ছাড়াই মানুষের ভিড় জমতে শুরু করে। মানা হয়নি শারীরিক দূরত্ব।
ভারতে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত মহারাষ্ট্রের মানুষ। দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। মোট করোনা আক্রান্তের বিচারে দিল্লির আগে রয়েছে তামিলনাড়ু। মৃত্যুর হিসাবে গুজরাট রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।