Day
Night
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।এতে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রংপুর ও রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা কমতে পারে। অন্যান্য বিভাগে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষে বজ্রসহ বৃষ্টিপাতের পরিস্থিতি ভালো হতে পারে।
এদিকে মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।