Day
Night
আগামী ২১ ডিসেম্বর রাতের আকাশে তাকালে চোখে পড়বে এক উজ্জ্বল ‘তারার’। আসলে সেগুলো ‘গ্রহ’। তাও আবার একটা নয়, দুইটা। ৩৯৭ বছর পর ওই দিনে খুব কাছাকাছি আসতে চলেছে বৃহস্পতি এবং শনি। ১৬২৩ সালের পর কখনওই এত কাছাকাছি আসেনি এই গ্রহ দুটি। এই ঘটনাকে ‘মহাসংযোগ’ নামে অভিহিত করেছেন বিজ্ঞানীরা।
জানা গেছে, মহাকাশের দুটি বস্তু যখন কাছাকাছি আসে তখন তাকে ‘কনজাঙ্কশন’ (সংযোগ) বলা হয়। বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে কোনও কোনও সময় তা ‘গ্রেট কনজাঙ্কশন’ (মহাসংযোগ) বলা যায়। ২১ ডিসেম্বরের ঘটনাও ঠিক তাই। বিশালাকার দুই গ্রহকে পৃথিবী থেকে একটা উজ্জ্বল আলোকবিন্দুর মতো দেখাবে।২১ তারিখ বৃহস্পতি এবং শনির মধ্যে দূরত্ব হয়ে দাঁড়াবে ৭৩.৫ কোটি কিলোমিটার। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।