Uncategorized

মানুষের মুখে হাসি ফোটাতে চান মাওলানা সফিউল্লাহ

একাদশ জাতীয় সংসদ র্নিবাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পার্থী বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ শাইখুল হাদীস মাওলানা সফিউল্লাহ আল মুস্তফা।

তিনি জেলা ইসলামী আন্দোলনের সাবেক সহসভাপতি। বর্তমানে ঢাকা ভাটারা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন লেখক ও গবেষক হিসেবেও তার খ্যাতি আছে।

হাতিয়া থেকে নির্বাচনের জন্য তিনি দীর্ঘ দিন থেকেই প্রচারণা চালিয়ে আসছেন। করছেন জনসেবামূলক নানা কাজ।

মাওলানা সফিউল্লাহ দারুল উলুম আল হুসাইনিয়া উলামাবাজার ফেনী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।

তিনি নোয়াখালী জেলার সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দুই সেশন। তখন থেকেই সমাজ সেবায় ও দেশ ও জনগণের কল্যাণে রাখছেন অগ্রণি ভূমিকা।

Comment here